ফেসবুকে ভিডিও দিয়ে মডেলের 'আত্মহত্যা', 'প্রেমিক' গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারী মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাবিরা হোসাইন (২১)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে রূপনগর থানার পুলিশ। এর ঘণ্টা খানেক পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরুণীর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহীন ফকির বলেন, ‘সম্ভবত মেয়েটির সঙ্গে কয়েকটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমরা জানতে পেরেছি, সোমবার রাতে নির্ঝরের বাসায় যান সাবিরা।
চিৎকার করার কারণে তাঁকে বাড়ি থেকে বের করে দেন নির্ঝরের ছোট ভাই। এ কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারেন।’ তিনি জানান, এ ঘটনায় বাদী হয়ে নিহত তরুণীর মা রূপনগর থানায় মামলা করেছেন।
শাহীন ফকির জানান, সাবিরার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে নির্ঝর জানিয়েছেন।
নির্ঝরের ফেসবুক টাইমলাইনে নির্ঝরের সঙ্গে সাবিরার অন্তরঙ্গ ছবি আছে। সাবিরার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, কয়েকটি পণ্যের মডেল হয়েছেন তিনি।
এদিকে নিহত সাবিরার ফেসবুকে গিয়ে দেখা যায়, মৃত্যুর আগে তিনি এখানে কিছু কথা এবং একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি তাঁর মৃত্যুর জন্য নির্ঝরকে দায়ী করে ট্যাগ করে দেন। অবশ্য লেখার শুরুতেই নির্ঝরের ছোট ভাইকে দায়ী করেন সাবিরা।
ভিডিওতে দেখা যায়, সাবিরা তাঁর পেট ও গলায় ছুরিকাঘাতের চেষ্টা করছেন।
সাবিরার পোস্টের নিচে বেশ কয়েকজন মন্তব্য করেন। এতে একজন লেখেন, ‘তুমি কী করছ? বন্ধ করো।’ আরেকজন লিখেছেন, ‘সাবিরা তুমি কী করছ? তোমার থেকে এটা আশা করা যায় না।’ তৃতীয় আরেকজন লিখেছেন, ‘কী করতেসিস এগুলি? পাগল হয়ে গেছিস? ভিডিও ডিলিট কর তাড়াতাড়ি।’
ফেসবুকে গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে সাবিরা নিজেকে পরিচয় দিয়েছেন। মোহনা টেলিভিশনেও একই দায়িত্বে ছিলেন তিনি।