পিরোজপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
পিরোজপুরে যুবলীগকর্মী হত্যা মামলার প্রধান আসামি নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আশীষ কুমার বড়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার পিরোজপুর মুখ্য বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আশীষ কুমার। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত ১৬ এপ্রিল নেছারাবাদ উপজেলার যুবলীগকর্মী জসিম উদ্দিন পলাশকে জলাবাড়ি এলাকায় পিটিয়ে হত্যা করা হয়। নিহত পলাশের ছোট ভাই আলাউদ্দিন বাদী হয়ে আশীষ কুমার বড়ালকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল আশীষ কুমার বড়াল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।