নরসিংদীতে আ. লীগের কার্যালয়সহ ৩ দোকান ভাঙচুর, আহত ১০
নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয়সহ তিনটি দোকান ভাঙচুর করেছে শ্রমিক লীগের নেতার লোকজন। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এলাকায় বিরোধ চলে আসছিল। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কাঁঠালিয়া ইউপির চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুন অর রশিদ মোল্লা। কিন্তু তাঁর এই বিজয় মানতে পারেননি দলীয় প্রতিপক্ষরা।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে কাঁঠালিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরী সদস্য কায়েসের সঙ্গে দরীকান্দি গ্রামের সাইফুলের নির্বাচনের জয়-পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁদের ছাড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে কাঁঠালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার নেতৃত্বে দুই শতাধিক লোক খরিয়া বাজারে দোকানে দোকানে ভাঙচুর ও হামলা চালায়। এ সময় একদল সন্ত্রাসী খরিয়া বাজারে অবস্থিত কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে। এতে ১০ জন আহত হয়।
এ ঘটনার ব্যাপারে কাঁঠালিয়ার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. জাকির বলেন, ‘আমি প্রতিদিনের মতো আমার ওষুধের ফার্মেসিতে বসেছিলাম। হঠাৎ করেই দুইশ থেকে তিনশ লোক বাজারে এসে হামলা চালায়। এ সময় আমার দোকানে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাই।’
কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোমেন মিয়া বলেন, ‘কাঁঠালিয়া ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন নিয়ে শুরু থেকেই সরকারদলীয় নেতা ও সমর্থকদের মধ্যে এলাকায় বিরোধ চলে আসছিল। এরই জের ধরে নৌকা প্রতীকের বিরোধীরা পরিকল্পিতভাবে বাজারের নিরীহ মানুষের দোকানসহ দলীয় কার্যালয়ে এসে হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।’
হামলার ব্যাপারে কাঁঠালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘রোববার রাতে খরিয়া বাজারে আবদুর রহমানের চা-নুডলসের দোকানে খাওয়ার সময় সাইফুলকে মারধর করেন কায়েস। এরপর সাইফুল বিষয়টি তাঁকে জানান। কিছুক্ষণ পর উত্তেজিত লোকজন গিয়ে বাজারে হামলা চালায়। এর সঙ্গে আমি জড়িত নই। হামলার ঘটনায় এখন মীমাংসার চেষ্টা চলছে।’