কম দামের স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন
নতুন ফোন কেনার কথা ভাবলে সবারই ইচ্ছা হয় একটি স্মার্টফোন কেনার। কিন্তু বাজেটের কারণে অনেক সময় সে ইচ্ছা পূরণ করা যায় না।
নামকরা সব ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর দাম স্বল্প আয়ের মানুষের বাজেটের মধ্যে থাকে না বললেই চলে। সবার হাতে স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য গ্রামীণফোন নিয়ে এলো উন্নতমানের স্মার্টফোন ‘লাভা আইরিস ৫০৫’।
নতুন এই স্মার্টফোনটির ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক :
ক্যামেরা
অনেকে স্মার্টফোন কিনতে চান শুধু শখ মিটিয়ে ছবি তোলার জন্য। লাভা আইরিস ৫০৫ স্মার্টফোনের রিয়ার ও ফ্রন্ট দুটো ক্যামেরাই দুই মেগাপিক্সেলের। তাই যেকোনো ছবি ও সেলফি তোলার শখ পূরণ হবে অনায়াসে।
ডিসপ্লে
পছন্দের ভিডিও, ছবি এবং গেম খেলার জন্য হ্যান্ডসেটটিতে চার ইঞ্চির টিএফটি ডব্লিউভিজিএ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর ফলে হাতের মুঠোয় নিয়ে আরামে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সাদা ও কালো—এ দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
সফটওয়্যার
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে। গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে সেগুলো অনায়াসে ব্যবহার করা যাবে। ফোনটিতে প্রি-লোডেড অবস্থায় রয়েছে ওয়াওবক্স, জিপি মিউজিক, মাই কন্ট্যাক্টস, ফেসবুক, ফান স্টোরসহ আরো অনেক লাইফস্টাইল অ্যাপস।
প্রসেসর ও র্যাম
ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর। এতে আছে ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ জিবি ইন্টারনাল মেমোরি। ফলে ছবি, গান, সিনেমা রাখা যাবে ফোনটিতে। এ ছাড়া দ্রুতগতিতে মাল্টিটাস্কিং, গেমিংসহ অন্যান্য কাজ করা যাবে অনায়াসে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে হ্যান্ডসেটের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
ব্যাটারি
ডিসপ্লে, প্রসেসর ও র্যামের সঙ্গে সংগতি রেখে লাভা আইরিস ৫০৫ স্মার্টফোনে দেওয়া হয়েছে ১৪০০ এমএএইচ-এর ব্যাটারি। এর ফলে দীর্ঘ সময় চার্জ থাকবে স্মার্টফোনটিতে।
দাম
থ্রিজি ও ওয়াইফাই ফিচারসমৃদ্ধ লাভা আইরিস ৫০৫-এর দাম মাত্র দুই হাজার ৯৪৫ টাকা। ডিভাইস, হেডফোন, চার্জার ও স্ক্রিন প্রটেক্টরসহ লাভা আইরিস ৫০৫-এর পাওয়া যাবে দেশের সবকটি গ্রামীণফোন বিক্রয়কেন্দ্রে। সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
গ্রামীণফোনের গ্রাহকরা এই ফোন কিনলে পাবেন বিশেষ সুবিধা। লাভা আইরিস ৫০৫ স্মার্টফোনটি ক্রেতারা সাত দিনের আর্লি লাইফ ফেইলিউর (ইএলএফ) সুবিধায় কিনতে পারবেন। অর্থাৎ স্মার্টফোনটি কেনার সাত দিনের মধ্যে ডিভাইসে কোনো ধরনের নির্মাণজনিত সমস্যা দেখা দিলে তা পরিবর্তন করে দেওয়া হবে।