দেড় হাজার প্যাটেন্ট বিক্রি করল মাইক্রোসফট
সফটওয়্যার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তাদের দেড় হাজার প্যাটেন্ট বিক্রি করে দিয়েছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি এসব প্যাটেন্ট কিনে নিয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর ফলে এখন থেকে শাওমি তাদের তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটে বিল্ট-ইন অ্যাপ হিসেবে মাইক্রোসফট অফিস, স্কাইপের মতো অ্যাপ্লিকেশনগুলো রাখতে পারবে। বুধবার মাইক্রোসফটের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
তবে মাইক্রোসফটের কাছ থেকে প্যাটেন্ট কিনতে কত টাকা দিতে হয়েছে শাওমিকে, সে ব্যাপারে দুই প্রতিষ্ঠানের কেউই মুখ খোলেনি।
শাওমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াং বলেন, ‘দুই প্রতিষ্ঠানের মধ্যে এটা অনেক বড় একটি সহযোগিতা চুক্তি।’
মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জোনাথন টিন্টার বলেন, ‘শাওমির তরুণ, দক্ষ ও শিক্ষিত ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চাই আমরা। আমরা চাই, আমাদের বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ তারা যেন প্রি-ইনস্টলড অবস্থায় শাওমির ডিভাইসগুলোতে ব্যবহার করতে পারে।’
এ বছর প্রথম প্রান্তিকে চীনে শাওমি ফোনের বিক্রি ৯ শতাংশ কমে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ওপ্পো ও ভিভোর মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারিয়েছে শাওমি।
চীনা প্রতিষ্ঠান হলেও বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজ করতে চায় শাওমি। গত মাসেই যুক্তরাষ্ট্রে প্রথম টিভি সেট-টপ বক্স রপ্তানি করেছে শাওমি। গুগলের সঙ্গে মিলে এই ডিভাইস তৈরি করেছে তারা। এ ছাড়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিংয়ে চালিত একটি ট্যাবলেটও বাজারে ছেড়েছে শাওমি।
এর আগে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সময় প্যাটেন্ট বিক্রি করেছে মাইক্রোসফট। তবে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে মাইক্রোসফটের প্যাটেন্ট বিক্রির ঘটনা দুর্লভ।
এখন থেকে শাওমি তাদের তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটে বিল্ট-ইন অ্যাপ হিসেবে মাইক্রোসফট অফিস, স্কাইপের মতো অ্যাপ্লিকেশনগুলো রাখতে পারবে। ছবি : সংগৃহীত