দ্বিতীয় বছরে পা রাখল মীরবাজার
দ্বিতীয় বছরে পা রাখল অনলাইন মার্কেটপ্লেস মীরবাজার। ২০১৫ সালের ১ জুন ক্রেতা ও বিক্রেতাদের সেবাদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল মীরবাজার।
গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে মীরবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক মীর সাবের হোসেন ডালিম, এশিয়ান রেডিওর রেডিও জকি ও মীরবাজারের ব্যবস্থাপনা পরিচালক আরজে মীর, মল্লিক গ্রুপের চেয়ারম্যান এনায়েত হোসেন মল্লিক, মডেল ও অভিনেতা চন্দ্রসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মীরবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক মীর সাবের হোসেন ডালিম বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি মিলনস্থল তৈরি করে দেওয়া। আমাদের আরেকটি লক্ষ্য বড় পরিসরে কর্মপরিবেশ তৈরি করা।’
অনুষ্ঠানে মীর সাবের হোসেন ডালিম তাঁর আরো চারটি নতুন প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন, যা বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে মীরবাজারের অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক আরজে মীর বলেন, ‘আমরা কী করতে পেরেছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা কী করতে চাই। আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে এবং আমরা সবাই মিলে কাজ করে একটি বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে চাই।’
আসছে ঈদ উপলক্ষে খুব শিগগির ঈদ অফার ঘোষণা করা হবে বলেও জানান মীরবাজারের প্রতিষ্ঠাতা মীর সাবের হোসেন ডালিম।