স্মার্টফোন বানানোর পরিকল্পনা নেই গুগলের
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কোড কনফারেন্সে জানিয়েছেন, ফোন বানানোর কোনো পরিকল্পনা গুগলের নেই। তবে অন্যদের সঙ্গে ফোন বানানোতে সহায়তা করবে তারা।
পরবর্তী নেক্সাস স্মার্টফোন গুগল নিজেই বানাবে - এ ধরনের একটি গুজব ছিল প্রযুক্তি বাজারে। আর সেই গুজবের উত্তর দিতেই এ কথা জানান পিচাই। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
নেক্সাস ফোন নির্মাণে কারিগরি সহায়তা প্রদান করে গুগল। পিচাই জানান, এ ধরনের কারিগরি সহায়তা তারা ফোন নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানকে দেবেন। এর আগে এলজি, এইচটিসি ও হুয়াওয়ের সঙ্গে মিলে নেক্সাস হ্যান্ডসেট তৈরি করেছে গুগল।
পিচাই বলেন, ‘আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি এবং সেটা নিয়েই কাজ করতে চাই। নেক্সাস ফোনকে আরো কীভাবে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায় সেটা নিয়েই আমরা গবেষণা করছি।’
পিচাই আরো বলেন, ‘ফোনের ডিজাইন নিয়ে কাজ করা কমিয়ে দিচ্ছি আমরা। তবে কীভাবে প্রযুক্তিকে আরো সহজে ব্যবহাকারীদের কাজে লাগানো যায় তা নিয়ে আমাদের গবেষণা অব্যাহত আছে।’
তবে পিচাইয়ের এই কথার সঙ্গে সাংঘর্ষিক গুগলের ‘প্রজেক্ট আরা’। মড্যুলার ফোন তৈরির ঘোষণা দিয়েছে গুগল। ‘আরা’ আগামী বছর আসতে পারে। এই ফোনটির আলাদা আলাদা অংশ আপগ্রেড করা যাবে।
পিচাই জানান, পরবর্তী নেক্সাস ফোনের প্রযুক্তি কী হবে এবং তাতে গুগলের তৈরি স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড কীভাবে কাজ করবে তা নিয়ে ব্যস্ত রয়েছে গুগলের প্রকৌশলীরা।
অ্যানড্রয়েড অপারেটিংয়ের নতুন সংস্করণ ‘অ্যানড্রয়েড এন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছর। এ বিষয়ে সুন্দর পিচাই বলেন, ‘অ্যানড্রয়েড একটি ওপেন প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার খুবই প্রতিযোগিতামূলক। সেটা হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই দিক থেকেই। সে ক্ষেত্রে অ্যানড্রয়েডের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।’