এক হচ্ছে টুইটার আর ইয়াহু?
অনেক দিন ধরেই ধুঁকে ধুঁকে চলছে ইয়াহু। নতুন নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ্লিকেশনের ভিড়ে ইয়াহু একেবারেই কোণঠাসা।
এখন চলছে কোনোরকমে ইয়াহুকে রক্ষার চেষ্টা, যাতে একেবারে বন্ধ না হয়ে যায় একসময়ের সাড়াজাগানো এই প্রতিষ্ঠানটি।
টিকে থাকার শেষ উপায় হিসেবে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে মিলে কাজ করতে পারে ইয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে টুইটারের অবস্থাও আর আগের মতো নেই। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে পেরে উঠছে না টুইটার।
এরই মধ্যে টুইটারের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে ইয়াহুর একদল প্রতিনিধি। এ খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিস্তারিত কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই জানানো হয়নি।
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি ওই আলোচনায় না থাকলেও ছিলেন ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার।
আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তাৎক্ষণিক সংবাদের জন্য টুইটার হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। আর টুইটারের এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে ইয়াহু। কারণ, তাৎক্ষণিক সংবাদ দেওয়ার ক্ষেত্রে ইয়াহু একসময় দারুণ জনপ্রিয় ছিল।
আর টুইটারও চাইছে, তাদের সংবাদের প্রবাহকে আরো দ্রুত ও নির্ভুল করতে। আর সে কারণেই ইয়াহুর প্রতি আগ্রহ তাদের।
ধারণা করা হচ্ছে, চার বিলিয়ন ডলারের বিনিময়ে ইয়াহুর মালিকানা পেতে পারে টুইটার। এর মধ্যে ইয়াহুর দেনাই রয়েছে তিন বিলিয়ন ডলারের। অর্থাৎ দেনা মিটিয়ে ইয়াহুর ভাণ্ডারে জমা হবে এক বিলিয়ন ডলার। তবে এ ব্যাপারে টুইটার বা ইয়াহু কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।