খ্রিস্টান দোকানি হত্যায় আইএস সম্পৃক্ততা নাই
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজ হত্যার সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামির স্টেটের (আইএস) সম্পৃক্ততা নেই বলে মনে করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মাসুদুর রহমান ভূঁইয়া।
আজ বুধবার দুপুরে নাটোরে ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের কাছে মাসুদুর রহমান এ কথা বলেন। এর আগে তিনি নিহত সুনীল গোমেজের শোকসন্তপ্ত পরিবার ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন এবং মামলার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
মাসুদুর রহমান বলেন, ‘পারিবারিক শত্রুতা অথবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা হবে।’
বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টানপল্লীতে গত রোববার দুপুর ১২টার দিকে মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক এর বরাত দিয়ে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।
এদিকে নিহতের একমাত্র মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পরে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সুনীল গোমেজ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ির ভাড়াটিয়া সবুজ আলীকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।