আউটসোর্সিং নিয়ে পিরোজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ
পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে পিরোজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত একদিনের এ কর্মসূচি বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা সুশীলন। জেলা প্রশাসন কার্যক্রমটি বাস্তবায়ন করে।
বেসিক আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ দেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আতায়ে রাব্বি, শাহরিয়ার হোসেন খোকন ও আরিফ হোসেন। প্রশিক্ষণ কর্মসূচিতে পিরোজপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নেন।