ইউরো কাপ নিয়ে গুগল ডুডল
চলছে ফুটবল মৌসুম। একদিকে শুরু হয়ে গেছে কোপা আমেরিকা টুর্নামেন্ট, অন্যদিকে আজ রাত থেকে ফ্রান্সে শুরু হচ্ছে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০১৬।
তাই গুগল ডুডলেও জায়গা করে নিয়েছে ফুটবল। যেহেতু আয়োজনটি হচ্ছে ফ্রান্সে, তাই নতুন গুগল ডুডলে ফুটবল খেলতে দেখা যাচ্ছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকে!
আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্স ও রোমানিয়া ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের ইউরো কাপ। উয়েফা ইউরো কাপ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুটবল আসর।
প্রতি চার বছর পরপর ইউরোপের শ্রেষ্ঠত্বের এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের ইউরো কাপে অংশ নিচ্ছে ইউরোপের ২৪টি দেশ। ফ্রান্সের বিভিন্ন স্টেডিয়ামে পুরো মাসজুড়ে অনুষ্ঠিত হবে এই খেলাগুলো।
ইউরো কাপ উপলক্ষে সাজানো নতুন গুগল ডুডলে দেখা যাচ্ছে প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের হাসিমুখ। অ্যানিমেটেড এই টাওয়ারটিকে দেখা যাবে দুই পায়ে ফুটবল খেলতে। আর আইফেল টাওয়ারের পেছনেই দেখা যাবে ইউরো কাপে অংশ নেওয়া সব দলের পতাকা।
বিশেষ দিবস বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে স্মরণ করার জন্য গুগল সব সময়ই নতুন নতুন ডুডল প্রকাশ করে থাকে তাদের হোমপেজে।