একেই বলে শুটিং
কর্সিকায় ‘তামাশা’
গত বছরের ব্যবসাসফল হিন্দি ছবি ‘তামাশা’। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
ভারতের মধ্যে শিমলা, দিল্লি, গুরগাঁও ও কলকাতায় ছবিটির শুটিং হয়। ভারতের বাইরে ফ্রান্স ও জাপানেও ছবিটির দৃশ্যধারণ করা হয়। জাপানের রাজধানী টোকিওতে দুদিন শুটিং করা হয় ছবিটির। আর ফ্রান্সের সমুদ্র ও পাহাড়ঘেরা দ্বীপ কর্সিকায় ছবিটির প্রথম অংশের বেশ কিছু দৃশ্যধারণ করা হয়।
‘তামাশা’ হচ্ছে প্রথম হিন্দি ছবি, যার শুটিং কর্সিকাতে করা হয়েছে। সমুদ্র ও পাহাড়ের কারণে হাইকার ও ডাইভারদের কাছে কর্সিকা হচ্ছে স্বর্গরাজ্য। গ্রীষ্মে কর্সিকা যেমন উত্তপ্ত থাকে, আবার শীতে থাকে তেমনই শীতল।
তবে পাহাড় ও সমুদ্র ঘেরা হওয়ায় উপত্যকা ও পাহাড়ের আবহাওয়ার মধ্যে তারতম্য রয়েছে। এপ্রিল থেকে অক্টোবর হচ্ছে কর্সিকা ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। জুলাই ও আগস্টে সবচেয়ে বেশি পর্যটক থাকে কর্সিকাতে।
২০১৪ সালের ৯ জুলাই কর্সিকাতে ছবিটির শুটিং শুরু হয়। ‘মাতারগাশতি’ গানের শুটিং করা হয় কর্সিকার বাস্তিয়া মিউজিয়াম ক্যাফেতে। এরপর ডিসেম্বরে শিমলায় ছবিটির ভারতীয় পর্বের শুটিং শুরু হয়। ৯১ দিনের শুটিং শেষে ২০১৫ সালের ৬ আগস্ট শেষ করা হয় ছবিটির শুটিং।
৬৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০১৫ সালের ২৭ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘তামাশা’ ছবিটি। ১০৬ কোটি রুপির বেশি আয় করেছিল ‘তামাশা’।
কর্সিকায় ‘তামাশা’ ছবিটির শুটিংয়ের কিছু অংশ দেখুন :