সাবেক মন্ত্রী যখন চালক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। দেশটির অর্থনীতির গুরুদায়িত্ব সামলেছেন। বড় বড় করপোরেশনে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। মালয়েশিয়ার সাবেক সেই মন্ত্রী তান শ্রী আবদুল ওয়াহিদ ওমর এবার ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়ির (ইউবার) চালক হিসেবেও দেখিয়েছেন মুন্সিয়ানা।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস অনলাইনের খবরে বলা হয়, কিছুদিন পর ওমরাহ পালন করতে যাবেন আবদুল ওয়াহিদ ওমর। এর আগে লোকজনের মনোভাব বুঝতে ইউবার চালকের আসনে বসেন তিনি।
ইউবার চালক হিসেবে ওয়াহিদ ওমরের একটি ছবি মালয়েশিয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, ইউবার যাত্রী ফিরদৌস ফাদজিল তাঁর অফিসে যাওয়ার পথে মালয়েশিয়ার সাবেক মন্ত্রীর গাড়িতে ওঠেন।
সেদিন মালয়েশিয়ার সাবেক এই মন্ত্রী এক জরিপের জন্য আট যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেন এবং বিভিন্ন মতামত নেন।
ব্যবসা পরিকল্পনামন্ত্রী হিসেবে ২০১৩ সালে নিযুক্ত হন ওয়াহিদ উমর। কিছুদিন আগে তাঁর মন্ত্রিত্বের মেয়াদ শেষ হয়েছে।
এর আগে মে ব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াহিদ।