বীরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে বিজয় কুমার রায় (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ভুট্টাক্ষেতের পাশে ইউক্যালিপটাস গাছ থেকে বিজয়ের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজয় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ কাচারীপাড়া গ্রামের হরিকান্ত রায়ের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেন জানান, সকালে কৃষিশ্রমিকরা ক্ষেতে কাজ করতে গেলে কোমরপুর গ্রামের এক গাছে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। যুবকটি একটি ছোট গামছার সঙ্গে ঝুলছিল। ঘটনাস্থলে একটি ব্যাগে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ বেশকিছু কাগজপত্র ছিল। তার পরনে ফুল প্যান্ট এবং ফুলহাতা শার্ট ছিল।
সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় জানান, ফাঁস দেওয়ার ধরন দেখে বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তাঁকে হত্যার পর এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তদন্ত না করে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না।