পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৭
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের নিকারীহাটে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনায় পাঠানো হয়েছে। ইউনিয়নের নৌকা প্রতীক থেকে জয়ী চেয়ারম্যানের সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নিকারী বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মুক্তা ও ইউপি সদস্য মামুন হাওলাদারের লোকজন বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী হানিফ খানের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আবদুর রহমান, আলী মোল্লা, ইয়ানুর মোল্লা, লিটন সাহা, রশিদ মোল্লা, নূরজাহান বেগ ও মাজেদা বেগমকে কুপিয়ে আহত করে।