সৌদিকে দ্বীপ দেওয়ার সিদ্ধান্ত মিসরের আদালতে বাতিল
লোহিত সাগরের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছিল মিসরের সরকার। তবে দেশটির এক আদালত এটি বাতিল করেছেন। গতকাল মঙ্গলবার মিসরের একটি প্রশাসনিক আদালত এ রায় দেন।
বিবিসি জানায়, গত এপ্রিলে সৌদি আরব সফরকালে লোহিত সাগরের দ্বীপ তিরান ও সানাফিরের নিয়ন্ত্রণ সৌদি আরবকে দেওয়ার ঘোষণা দেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
সৌদি আরবের শতকোটি ডলারের সহায়তা প্যাকেজের বিনিময়ে মিসরের প্রেসিডেন্ট দ্বীপ দুটি বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। তবে প্রেসিডেন্ট সিসি দাবি করেন, দ্বীপগুলো অনেক আগে থেকেই সৌদি আরবের।
প্রেসিডেন্ট সিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মিসরে বিক্ষোভ দেখা যায়। ওই বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে ১৫০ মিসরীয়কে কারাদণ্ডও দেওয়া হয়। পরে অবশ্য এদের অনেকেরই দণ্ড বাতিল করা হয় অথবা আপিলে শাস্তি কমিয়ে দেওয়া হয়। তবে এখনো কয়েকজন কারাগারে আছেন।
বিবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী খালিদ আলিসহ মিসরের কয়েকজন প্রখ্যাত আইনজীবী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির প্রশাসনিক আদালতে মামলা করেন।
মঙ্গলবার আদালতের রায়ের পর সেখানেই অনেকে স্লোগান দেন ‘দ্বীপগুলো মিসরের’। তবে এখনো আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। আর মিসরের সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানানো হয়েছে।
লোহিত সাগরের তিরান ও সানাফি দ্বীপ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। জনবসতিহীন মিসরের নিয়ন্ত্রিত দ্বীপ দুটি ইসরায়েল, জর্ডান ও সৌদি আরবের সীমান্তবর্তী। সৌদি আরবের অনুরোধে ১৯৫০ সাল থেকে তিরান ও সানাফি দ্বীপে সেনা মোতায়েন রেখেছে মিসর।