পিরোজপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
পিরোজপুরের বৈদ্যপাড়া এলাকায় আগুনে পুড়ে ফরিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা ফরিদার ঘরে আগুন দেখে গেটের তালা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ফরিদা বিছানার পিঁপড়া নিবারণের জন্য কেরোসিন কিনে এনে তোষকে দেন। আর আজ দুপুরে ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা গেটের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।
নিহত ফরিদার ভাই জিয়া জানান, ফরিদা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘরে যখন আগুন জ্বলছিল, তখন ওই বাড়িতে অন্য কেউ ছিল না।
এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফরিদা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস দাবি করলেও পুলিশ বলছে, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।