দুবাইতে রমজানেও বিক্রি হবে মদ!
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পবিত্র রমজান মাসে মদ বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। দুবাইয়ের পর্যটন ও ব্যবসায় বাজারজাতকরণ বিভাগের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, এর আগে অবশ্য চিত্রটা এমন ছিল না। দিনের বেলায় এক বোতল বিয়ার বা এক গ্লাস ওয়াইন পাওয়ার জন্য পর্যটকদের অপেক্ষা করতে হতো সেই সন্ধ্যা পর্যন্ত। কিন্তু এ বছর রমজানের আগেই সেই নিয়ম শিথিল করে দেওয়া হলো। এরই মধ্যে নতুন নিয়ম জানিয়ে দুবাইয়ের পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুবাইয়ের হোটেল কর্তৃপক্ষের কাছে কাছেও নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
মূলত পর্যটন ও মদের ব্যবসা থেকে প্রাপ্ত আয়ের দিকে নজর রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি রমজান মাসে দুবাইয়ে প্রায় ১০ লাখ পর্যটকের আগমনের প্রত্যাশা করা হচ্ছে।
দুবাইয়ের পর্যটন ও ব্যবসায় বাজারজাতকরণ বিভাগ জানিয়েছে, দুবাইয়ে সর্বোচ্চ সংখ্যক পর্যটকের আগমন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আর এর মধ্য দিয়ে তারা বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান অক্ষুণ্ণ রাখতে চান।
পর্যটকদের অবশ্য রমজানের পবিত্রতা এবং এ ব্যাপারে মুসলমানদের সাংস্কৃতিক সংবেদনশীলতা সম্পর্কেও সতর্ক করা হবে।