‘স্ত্রীর পরকীয়ার জেরে’ যুবক খুন
স্ত্রীর পরকীয়ার জেরে নড়াইলের কালিয়া উপজেলার ডাকবাংলো এলাকায় ফরিদ শেখ (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফরিদ কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের আনছার শেখের ছেলে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালাম (৩৮) নামের আরেক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদের স্ত্রী রচনা বেগম পার্শ্ববর্তী বেন্দারচর গ্রামের হাশেম শেখের ছেলে সালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ছয় মাস আগে তিনি স্বামীর ঘর ছেড়ে সালামের কাছে চলে যান। পরে স্থানীয় সালিশের মাধ্যমে স্ত্রীকে ঘরে তোলেন ফরিদ শেখ।
এরপর গত ৫ এপ্রিল বিকেলে সালাম বোরকা পরে ফরিদের বাড়িতে গিয়ে তাঁর (ফরিদ) ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রায় দুই মাস কারাবাসের পর তিনদিন আগে সালাম জামিনে মুক্তি পেয়েছে।
গতকাল সন্ধ্যায় কালিয়ার ডাকবাংলো এলাকায় ফরিদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি বলেন, ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে ফরিদ খুন হয়েছেন। ফরিদের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধারালো অস্ত্রসহ সালামকে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে।