শেষ মুহূর্তে জমে উঠেছে পিরোজপুরের ঈদবাজার
পিরোজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। জেলা সদরসহ ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া ও নেসারাবাদের শপিংমলগুলোতে এখন উপচেপড়া ভিড়।
রোজার প্রথম দিক থেকে বৃষ্টির কারণে ঈদ মার্কেটে এতটা ভিড় না জমলেও রোজার শেষ দিকে আবহাওয়া অনেকটা ভালো। ফলে গ্রামগঞ্জের ক্রেতারা জেলা-উপজেলা শহরের মার্কেটগুলোতে তাঁদের পছন্দের কেনাকাটার জন্য ভিড় জমাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি। আর বিক্রেতারা দাম বেশির কথা স্বীকার করে কাপড়ের গুণগত মান গতবারের চেয়ে ভালো হওয়াই এর কারণ বলে দাবি করেন।
এদিকে, শপিংমলগুলোর তুলনায় সাধারণ দোকানে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। এবার টানা নয় দিনের ছুটিতে গত বছরের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় দোকানিদের বেচাবিক্রি অনেক ভালো।
বিক্রেতারা বলছেন, রোজার শুরুর দিকের চেয়ে শেষের দিকে এমনিতেই তুলনামূলক দোকানে ভিড় হয় বেশি। তার ওপর টানা নয় দিনের ছুটি থাকায় অনেকেই কর্মক্ষেত্র থেকে বাড়ির দিকে আসবেন। সে ক্ষেত্রে বিক্রি আরো বেশি হবে বলেই আশা তাঁদের।
এবারের মার্কেটে মেয়েদের থ্রিপিস ঘাগরি, গাউন, ডিস, ইচ্ছেনদী, কিরণমালা, জামদানি শাড়ি, ছেলেদের ভারতীয় পাঞ্জাবির চাহিদা বেশি।
ক্রেতা-বিক্রেতা উভয়েরই ভাষ্য, দেশি পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা এবার তুলনামূলক বেশি। এ ছাড়া জুতা ও কসমেটিকস মার্কেটগুলোও শেষ মুহূর্তে জমে উঠেছে। দাম কিছুটা বেশি হলেও সাদ আর সাধ্যের সঙ্গে তাল মিলিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চলছে ঈদের কেনাকাটা।