হিলি সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ, আটক ২
দিনাজপুরের হিলি সীমান্তে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ওষুধ জব্ধ করে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তেতে ক্যাম্পের হাবিলদার আব্দুল হান্নানের নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলি সীমান্তের অদূরে চড়ারহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ওষুধগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে আমদানিনিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
এসব ওষুধের মধ্যে রয়েছে সেনেগ্রা ট্যাবলেট তিন হাজার ৫৬০ পিস,সিপ্রোহিটান এক লাখ পিস, প্যারাকটিন দুই লাখ ৫২ হাজার পিস, সিটম্যাক্স ৬০ হাজার পিস, ট্রভিক্স ১০ হাজার পিস, পেনকাম-এইস ১৪ হাজার ৫৬০ পিস, এভিল ৮২৫ পিস, প্যারাজানা ১৫৬ পিস, টিটেনাস ইনজেকশন ৬৭০ পিস এবং মিরাক ইনজেকশন ১৪৭ পিস। এসবের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে বলে ধারণা করেন বিজিবি কমান্ডার।
অপরদিকে হিলি সিপি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে সিপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের সিপি রোড এলাকায় টহলে যান। এ সময় সিপি রোডের জুলেখা বেগমের বাড়ি থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে জুলেখা বেগম (২৭) ও ধরন্দা এলাকার ইয়াসির আরাফাতকে (২২) আটক করা হয়েছে।
এ ব্যাপারে হাকিমপুর থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।