স্ত্রী-মেয়েকে গলা কেটে হত্যা, যুবক আটক
দিনাজপুরে স্বামী সোহরাব আলী ভুট্টুর (৩৫) বিরুদ্ধে গৃহবধূ বকুল (৩০) ও শিশুকন্যা রিনাকে (৪) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সোহরাব নেশায় আসক্ত। সে প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রী বকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে চার বছরের শিশুকন্যা রিনাকে একই অস্ত্র দিয়ে হত্যা করে।
ওসি আরো জানান, এ সময় বাড়ির অন্য লোকজন বিষয়টি টের পেয়ে সোহরাবকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সুরতহাল বিশ্লেষণের পর আজ সোমবার সকালে ময়নাতদন্তের পর লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।