ইন্দোনেশিয়ার পুলিশ কার্যালয়ের বাইরে বোমা হামলা
ইন্দোনেশিয়ার একটি পুলিশ কার্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা হামলাকারী নিহত এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে জাভা দ্বীপের সলো শহরের প্রধান পুলিশ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে দাবি করছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।
এএফপি জানায়, হামলাকারী মোটরসাইকেলে করে নিরাপত্তারক্ষীদের পাশ কাটিয়ে পুলিশ কার্যালয়ের মূল ভবনের কাছে চলে যায়। পরে এক পুলিশ সদস্য তাঁকে থামালে সে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটনায়। বিস্ফোরণে ওই পুলিশ সদস্য দগ্ধ হন এবং চোখে আঘাত পান।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী নূর রহমান নামে এক ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। তিনি বাইরুন নাইম নামক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। এই জঙ্গি সংগঠন সিরিয়ায় আইএসের হয়ে লড়ছে।
ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র রাফলি আমর বলেন, মোটরসাইকেল ব্যবহার করে জোরপূর্বক পুলিশ কার্যালয়ের কাছে চলে যায় হামলাকারী। তাঁর হামলার ধরন দেখে নিশ্চিত বোঝা যায় সে আইএসের।
সলো সিটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর নিজের শহর। ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আগামীকাল বুধবার সলোসিটিতে যাওয়ার কথা তাঁর। এর মাত্র একদিন আগে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
ঈদ উপরক্ষে ইন্দোনেশিয়াজুড়েই কড়া নিরাপত্তা নেওয়া হয়ছে। গত জানুয়ারিতে জাকার্তায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।