দিনাজপুরে যুবককে শ্বাসরোধে হত্যা
দিনাজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের দীজার আলীর ছেলে খাদেমুল ইসলামকে (২৮) শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আজ বুধবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল করিম জানান, পূর্বশত্রুতার জের ধরে শ্বাসরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।