দিনাজপুরে কয়েকটি গ্রামে আগাম ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের পাঁচ উপজেলায় ১০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করেছে।
দিনাজপুরের সদর উপজেলার পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের রাবার ড্যামে, কাহারোল উপজেলার বলেয়া পূর্বপাড়া ও ভবানীপুর, বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের আয়রা দাখিল মাদ্রাসা এবং বিরল, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় ১০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদ করে।
আজ বুধবার সকালে এসব গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।