উল্টে যাওয়া বাসকে আরেক বাসের ধাক্কা
ঢাকা থেকে যাত্রী নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে এসেছিল তিশা এন্টারপ্রাইজের একটি বাস। আজ শুক্রবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর চাকাই যাদুর মোড়ে পৌঁছার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তবে যাত্রীদের দুর্ভোগ তখনো শেষ হয়নি।
এরপরই পেছন থেকে আসা আরেকটি বাস তিশা এন্টারপ্রাইজের ওই উল্টে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি।
এ ঘটনায় কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হন। এঁরা হলেন শহীদুল ইসলাম, আবদুল করিম, রেজিয়া বেগম, দুলাল হোসেন, শহর আলী, হাতেম আলী, কামাল হোসেন, অজিউল ইসলাম, শহীদুল ইসলাম, অহিদুল ইসলাম, নগেন্দ্র রায়, ফারুক, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম, রুনা ও রনি।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম জানান, আহতদের দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের বাড়ি দিনাজপুর, টাঙ্গাইল ও পঞ্চগড় জেলায় বলে জানা গেছে।