স্যামসাং গ্যালাক্সি জে১ এইস নিও
গ্যালাক্সির জনপ্রিয় সিরিজ ‘জে’। সাধ্যের মধ্যে বেশকিছু ভালো স্মার্টফোন রয়েছে জে সিরিজের। এবার স্যামসাং নিয়ে এসেছে জে সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি জে১ এইস নিও।
এর আগে এ বছর ‘গ্যালাক্সি জে ম্যাক্স’ ও ‘গ্যালাক্সি জে২’ স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। গ্যালাক্সি জে১ এইস নিও প্রাথমিকভাবে ছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বাজারে। তবে এর দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সাদা, কালো ও নীল এই তিন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। জে১ এইস নিও স্মার্টফোনটিতে রয়েছে ৪ দশমিক ৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার স্ক্রিন রেজ্যুলেশন ৪৮০x৮০০ পিক্সেলস।
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমে। ১ গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
সিঙ্গেল সিমের এই ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই, জিপিআরএস/এজ, থ্রিজি, ওয়াই-ফাই৮০২.১১ বি/জি/এন, জিপিএস/গ্লোনাস, ব্লুটুথ এবং মাইক্রো-ইউএসবি।
এর ব্যাটারি ১৯০০ এমএএইচের। জে সিরিজের অন্যান্য সেটের মতো এতেও রয়েছে পাওয়ার সেভিং মোড।