হিলিতে মানববন্ধন
পৌর মেয়রকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তি দাবি
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তকে হত্যার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় লোকজন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, কাউন্সিলর আবদুর রহিম মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী প্রমুখ।
গত ১ জুলাই হিলিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেল ও ককটেল তৈরির উপকরণ, বিস্ফোরক দ্রব্য, ভারতীয় রুপি, চায়নিজ কুড়ালসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় সেখান থেকে হাকিমপুর ও পাঁচবিবি পৌর মেয়রকে হত্যার পরিকল্পনা হিসেবে একটি নকশা উদ্ধার করা হয়।