দিনাজপুরে ‘২১ ককটেলসহ’ ৫ শিবিরকর্মী আটক
দিনাজপুর সদর উপজেলার রামনগর জামাইপাড়া থেকে আজ মঙ্গলবার ২১টি ককটেলসহ ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলদিয়াপাড়ার হামিদুর রহমান (২৪), পার্বতীপুর উপজেলার সুলতানপুরের বিপ্লব হোসেন (২০), কাহারোল উপজেলার রোকনপুরের তারেক আবেদীন (১৯) ও দোলাইকোঠার আলামিন (২০) এবং বোচাগঞ্জ উপজেলার সহজপুরের আমান উল্লাহ সরকার (২৫)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল করিম জানান, দুপুরে রামনগর জামাইপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় তার থানার একদল পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ইসলামী ছাত্রশিবিরের পাঁচজনকে আটক আটক করা হয়। তল্লাশি চালিয়ে ২১টি ককটেল, জিহাদি বই, ল্যাপটপ, লিফলেট ও ব্যানার জব্দ করা হয়।
ওসি জানান, শহরে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল শিবিরকর্মীদের। তাদের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।