দিনাজপুরে ভিটামিন ‘এ’ প্লাস নিয়ে কর্মশালা
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেলা তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ৪০ জন সাংবাদিক অংশ নেন।
দিনাজপুর পৌরসভাসহ জেলায় দুই হাজার ৭৫১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৪ হাজার ৭১১ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৮৭ হাজার ৮৬৮ জন।