দিনাজপুরে বোমা হামলা : ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দির ও কান্তজিউ রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ইসকন মন্দিরে বোমা হামলায় আটজন ও কান্তজিউ রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনায় নয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
দিনাজপুর ডিবির উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে বোমা হামলার মামলায় সন্দেহভাজন আট জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন গত সোমবার অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।
বজলুর রশিদ জানান, ইসকন মন্দিরে বোমা হামলার মামলার আট আসামির মধ্যে জেএমবি সদস্য শরিফুল ইসলাম ওরফে ডেনিস, মোসাব্বিরুল আলম খন্দকার, সারোয়ার বাবু ও আবদুর রহমান পিন্টু জেলা কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন রাজিবুল ইসলাম ওরফে বাঁধন, আবদুল খালেক ওরফে খালিদ, রাজীব ওরফে সুজন ওরফে জাকির ও বাবর ওরফে সম্রাট বাবর।
২০১৫ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাহারোলের ডাবোর ইউনিয়নে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে হাতবোমা ও গুলিবর্ষণ করা হয়। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।
এলাকাবাসী ধাওয়া করে জেএমবি সদস্য শরিফুল ইসলাম ওরফে ডেনিস ও মোসাব্বিরুল আলমকে আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় ইসকন মন্দির কমিটির সভাপতি গোবর্ধন হরিদাস বাদী হয়ে কাহারোল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন।
এর আগে ৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কাহারোল উপজেলার কান্তজিউর রাসমেলায় ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন আহত হন।