নেপালে গেল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ত্রাণের চাল
নেপালে গত বছর ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থদের মাঝে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১০ হাজার মেট্রিক টন চালের দ্বিতীয় চালান পাঠানো হয়েছে।
আজ বুধবার চালের দ্বিতীয় চালানটি বিরামপুর উপজেলার খাদ্য গুদাম থেকে ট্রাকে করে পাঠানো হয়। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মাহাবুব আলম প্রমুখ।
ট্রাকগুলো পঞ্চগড় জেলার বাংলাবান্দা স্থলবন্দর হয়ে নেপালে যাবে বলে খাদ্য গুদাম কর্মকর্তারা জানান।