চাঁদপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ
চাঁদপুরের তিনটি উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলার রামপুর ও মৈশাদী ইউনিয়ন, শাহারাস্তি উপজেলার টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহার উত্তর ও মেহার দক্ষিণ, মতলব উত্তর উপজেলার গজরা, কলাকান্দা ও ফরাজিকান্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান, অতিরিক্ত জেলা হাকিম আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।