দিনাজপুরে নিখোঁজ শিক্ষকের লাশ মিলল নদীতে
নিখোঁজের দুদিন পর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক স্কুলশিক্ষকের লাশ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে আত্রাই নদীর চকরামপুর ঘাট এলাকা থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি উপজেলার হাটখোলা গ্রামের খবির উদ্দিনের ছেলে।
চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম বলেন, গত শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর বাড়ি থেকে রফিকুল ইসলাম বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ থাকে।
আজ দুপুর ২টার দিকে রফিকুলের লাশ আত্রাই নদীতে চকরামপুর ঘাটের কাছে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিস লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার রাতে উপজেলার কারেন্টের হাটে জুয়ার আসরে পুলিশ হানা দেয়। তখন পুলিশের ভয়ে জুয়ারিরা পালিয়ে যায়। এদের মধ্যে কেউ কেউ নদীতে ঝাঁপিয়েও পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ধারণা করা হচ্ছে রফিকুলও ওই জুয়ার আসরে ছিলেন এবং পালাতে গিয়ে নদীতে তলিয়ে যান।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওসি আনিছুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।