বালিয়াতলী ফেরিঘাটের গ্যাংওয়ে ভেঙে যান চলাচল বন্ধ
পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী ফেরিঘাটের গ্যাংওয়ে ভেঙে পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার শেষ বিকেলে ইটবাড়িয়া-বালিয়াতলী পথের এ ফেরিঘাটের গ্যাংওয়ে ভেঙে সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
গ্যাংওয়েটি ভেঙে এক স্কুলছাত্রসহ চারজন আহত হয়। এরা হচ্ছে মনির ঘরামি, রুবেল, ইসা ও মোস্তফা।
জানা গেছে, খেয়া ভিড়লে যাত্রীসহ হালকা যানবাহন গ্যাংওয়ে দিয়ে কিনারে যাচ্ছিল। এ সময় সেটি ভেঙে পড়ে। বর্তমানে মানুষ চলাচলে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে। কুয়াকাটাগামী বিকল্প ওই পথে উপজেলা পরিষদের মাধ্যমে ফেরি চলাচল শুরু হয়। যা বর্তমানে বন্ধ রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় জানান, তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।