সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিরামপুর কলেজে মানববন্ধন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানাল দিনাজপুরের বিরামপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মচারীরা। আজ বুধবার দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কলেজের ফটকের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বিরামপুর কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সঙ্গে পরিবার, অভিভাবক, শিক্ষক, শিক্ষা-প্রতিষ্ঠান, সমাজকর্মী ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। জঙ্গি সংগঠনের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী কাউকে ছাড় দেওয়া হবে না।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, যেসব শিক্ষার্থী মেসে থাকে, তাদের সবার পরিচয় সম্পর্কে অবহিত থাকতে হবে। পুরো পরিচয় নিশ্চিত না হয়ে নতুন কেউ যেন মেসে না থাকে। কারো প্রতি সন্দেহ হলে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।