দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৩, ককটেল উদ্ধার
দিনাজপুর সদর উপজেলায় জঙ্গি সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ককটেল, গানপাউডার, জিহাদি বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে দাবি করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল করিম জানান, টহল পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার মদিনা মসজিদের মোটরসাইকেল আরোহী দিন যুবককে থামতে বলে। এ সময় তাঁরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের আটক করে।
এঁরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার মনিরুজ্জামান মনির (৩০), ঠাকুরগাঁও জেলার দানাহর গ্রামের শাহিনুর ইসলাম (২২) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী গ্রামের মো. আসাদুজ্জামান (২৪)।
ওসি আরো দাবি করেন, এ সময় তিন যুবকের কাছ থেকে ১৯টি ককটেল, গানপাউডার, জিহাদি বই, পাঁচটি মোবাইল উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।