পিরোজপুরে ককটেল ফাটিয়ে ৩৬ লাখ টাকা ছিনতাই
পিরোজপুরের কাউখালীতে ককটেল ফাটিয়ে অসীম পাল ও বাবুল সাহা নামের দুই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৩৬ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার কাউখালীতে হাট থাকায় অসীম ও বাবুল কাউখালী বাজার থেকে টাকা উত্তোলন করেন। পরে তাঁদের গন্তব্য স্বরূপকাঠি ও বানারীপাড়া ফিরতে বিকেল সাড়ে ৪টার দিকে কাউখালী আশ্রমের সামনে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। ছিনতাইকারীরা তিনটি মোটরসাইকেলে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অসীমের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা এবং বাবুলের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই করে বলে অসীম জানান। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে তিনি আহত হন। আর বাবুল অচেতন হয়ে পড়েন। ছিনতাইকারীরা মুহূর্তে পালিয়ে যান।
দুজনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অসীমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাউখালী থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দাসেরকাঠি গ্রামের পারভেজ মহাজন নামের একজনকে আটক করেছে।