নাইজেরিয়ায় জাতিসংঘের ত্রাণবহরে জঙ্গি হামলা
নাইজেরিয়ায় জাতিসংঘের ত্রাণবহরের ওপর হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। এ ঘটনায় জাতিসংঘের এক কর্মকর্তা, দুই সেনা এবং দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
নাইজেরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর নিরাপত্তায় থাকা অবস্থায় জাতিসংঘের মানবিক সহায়তা বহরের ওপর হামলা হয়।
নাইজেরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাঁরা আশঙ্কামুক্ত। হামলার ঘটনার পরপরই নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ করেছে জাতিসংঘ।
বিবিসি জানায়, নাইজেরিয়ার উত্তর-পূবাঞ্চলে সংঘাতের কারণে ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। সেখানকার হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানায় জাতিসংঘ। এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানায়, যথাসময়ে প্রয়োজনীয় সহায়তা না পৌঁছালে ১০ হাজারের বেশি শিশুর মৃত্যু হতে পারে।
সাত বছর ধরে নাইজেরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে বোকো হারামের চলা সংঘাতে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সংঘাতের অধিকাংশই ঘটেছে উত্তর-পূবাঞ্চলে।
১৮ মাস পূর্বে সরকারি বাহিনীর হামলায় নাইজেরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারায় বোকো হারাম। তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বোকো হারাম ‘কৌশলগতভাবে’ পরাজিত হয়েছে।