হিলিতে মাদকসহ গ্রেপ্তার আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
ইয়াবা, ফেনসিডিল, মদসহ গ্রেপ্তার দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকের (৫৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করলে বিচারক জামিন মঞ্জুর না করে জেল-হাজতে পাঠানো নির্দেশ দেন।
পুলিশ জানায়, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কায়ছার আলীর নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে র্যাব সদস্যরা চোরাচালানবিরোধীসহ বিভিন্ন অপরাধমুলক তৎপরতা রোধে অভিযান পরিচালনা করার জন্য হিলি সীমান্ত এলাকায় যান। এ সময় মাদকের মজুদ ও বেচা-কেনার খবর পেয়ে হাকিমপুর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় তাঁর নিজ বাড়ির শোবার ঘর তল্লাশি করে ৪১০ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, এ ব্যাপারে গাইবান্ধা র্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমিন বাদী হয়ে আজ বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। আসামিকে দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাঁকে জেল-হাজতে পাঠিয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু জানান, আবু বক্কর সিদ্দিক পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।