অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক বাংলাদেশি ২ কিশোর
অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে দুই কিশোরকে আটক করা হয়। বর্তমানে ওই দুই কিশোর সেখানকার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক আছে।
এরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দৌকাদি কেরারকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সুমন (১৬) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মুন্সিপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের ছেলে ফয়সাল শিকদার (১৫)।
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্পার’-এর জেলা সঞ্চালক সুরুজ দাস আজ শুক্রবার বিকেল ৪টায় গণমাধ্যমকে জানান, সুমন ও ফয়সাল গতকাল সকালে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় আটক করে পুলিশে হস্তান্তর করে।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশি দুই কিশোরকে বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে হস্তান্তর করে পুলিশ।
‘স্পার’ কর্মকর্তা আরো জানান, এর আগেও এই দুই কিশোর ভারতে কাজের সন্ধানে এসেছিল। পরে আবার তারা দেশে ফিরে যায়। বৃহস্পতিবার তারা বাংলাদেশ থেকে আবার ভারতে প্রবেশ করে।
আটক সুমনের বরাত দিয়ে ‘স্পার’ কর্মকর্তা জানিয়েছেন, সুমন বালুরঘাট শহর ও রেলস্টেশন এলাকায় দিনমজুরের কাজ করত। তার পরিবারে আর কেউ নেই। তাই কাজের সন্ধানে সে বন্ধু ফয়সালকে নিয়ে ভারতে আসে।