নড়াইলে ‘ইয়াবাসহ’ আটক ১
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রাম থেকে দুই হাজার ২০০টি ইয়াবা বড়ি আটক করেছে র্যাব ও পুলিশ। ইয়াবা রাখার অভিযোগে মফিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার র্যাব ও লোহাগড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ মফিজুল ইসলামকে আটক করে। পুলিশ ও র্যাবের দাবি, মফিজুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আটক মফিজুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের বাসিন্দা।
লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মদন মোহন জানান, সাতক্ষীরার চিহ্নিত মাদক ব্যবসায়ী মফিজ লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের মানিক কাজীর বাড়িতে অবস্থান করে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরী র্যাবের স্পেশাল কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ তাঁকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।