জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত আমন বীজতলা
গত কয়েক দিনের অতি বৃষ্টি আর জোয়ারে জেলার পিরোজপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়েছে। এ পানিতে হুমকির মুখে পড়েছে জেলার আমন ধানের বীজতলা। পানি কয়েকদিন স্থায়ী হলে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপকূলীয় জেলা পিরোজপুরে এ বছর ৬২ হাজার ৬৮২ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে জেলার কচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলার ছয় শতাধিক হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিকবার বীজ ফেলেও পানির হাত থেকে রক্ষা করা যায়নি আমনের বীজতলা। নতুন করে বীজ ফেলার জন্য নেই পর্যাপ্ত শুকনো জমি। তাই বীজের অভাবে এ বছর শত শত হেক্টর জমি পতিত থাকার আশঙ্কা তাদের।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবুল হোসেন তালুকদার বলেন, টানা বৃষ্টির কারণে আমনের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। তবে নতুন বীজতলা তৈরি করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।