জিএসপি ফাইন্যান্সের সিইও হলেন মামুন মাহমুদ শাহ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মামুন মাহমুদ শাহ নিয়োগ পেয়েছেন। ১ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
আজ রোববার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মামুন মাহমুদ শাহ ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
জিএসপি ফাইন্যান্স ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬৯৫টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৭ দশমিক ৯২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯ দশমিক ২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে ৩০ দশমিক ৮৬ শতাংশ। গত এক মাসের মধ্যে এ শেয়ার সর্বনিম্ন ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।