হিলিতে, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ
দিনাজপুরের হাকিমপুরে হাকিমপুর ডিগ্রি কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টায় কলেজের হলরুমে আয়োজিত ওই সমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা তথ্য অফিস। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বী।
নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আবুল কালাম মো. সামসুদ্দীন, কলেজের অধ্যাপক ওসমান গনি, থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবদুস সবুরসহ শিক্ষার্থীরা।