হাকিমপুরে যুবলীগ নেতার খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান সুজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় হাকিমপুরের বৈগ্রামে স্থানীয় যুব ক্লাব ও লাইব্রেরির সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা শাখা যুবলীগ।
যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মণ্ডল, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকুল চন্দ্র, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল।
গত ৬ আগস্ট বৈগ্রামে বিরোধপূর্ণ পুকুরে কচুরিপানা পরিষ্কার করা নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হন বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বদিউজ্জামান সুজন (৩৩)। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষ শফিকুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। সুজন বৈগ্রাম যুব ক্লাবের সভাপতিও ছিলেন।