পিরোজপুরে পানির ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই শ্রমিক নিহত
পিরোজপুরে নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে কাজ করার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের পিটিআই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিটিআই এলাকার মো. শামীম হাওলাদার ও কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আবদুল আলীম।
পিরোজপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী জানান, আজ সকালে পিটিআই এলাকার নাসির উদ্দিন মিয়ার বাড়ির পানির ট্যাঙ্কে কাজ করতে নামেন শ্রমিক আলীম। এ সময় ট্যাঙ্কের ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরেক শ্রমিক শামীম হাওলাদারও ট্যাঙ্কে নামেন। এ সময় তিনিও বিষক্রিয়ায় আক্রান্ত হন। খবর পেয়ে এ দুজনকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের সদস্য মেহেদী হাসান ও মো. নাজমুল। পরে ফায়ার সার্ভিসের অন্য সদস্যরা চারজনকেই উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীম ও আলীমকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির ট্যাঙ্কে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসে এঁদের মৃত্যু হয়েছে। এ গ্যাসেই দুই ফায়ার সার্ভিস সদস্যও অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।