এমারাল্ড অয়েলের উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারাল্ড অয়েলের পণ্য উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, কারখানার যন্ত্রপাতি ও সরঞ্জাম বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য গত ২৭ জুন থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সব ঠিকঠাক করতে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগতে পারে। তবে ২০ আগস্ট থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে বলে কোম্পানি কর্তৃপক্ষ মনে করছে।
কোম্পানি সূত্রে জানা যায়, এমারাল্ড অয়েল ধানের তুষ থেকে ভোজ্যতেল উৎপাদন করে। কোম্পানিটি ‘স্পন্দন’ ব্র্যান্ড নামে এই তেল বাজারজাত করে।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, এমারাল্ড অয়েল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।
এমারাল্ড অয়েলের শেয়ারসংখ্যা পাঁচ কোটি ৪২ লাখ ৮৫ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৪৮ শতাংশ ও ৫৯ দশমিক শূন্য ৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে। সর্বশেষ এ শেয়ারের দাম দাঁড়ায় ৩৭ টাকা ৬০ পয়সা।