প্রথম ক্রিকেট ম্যাচের কথা
প্রথম আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। সেটা ১৮৭৭ সালের কথা। ইংল্যান্ডের জাতীয় দল টেস্ট ম্যাচ খেলার জন্য জাহাজে করে এসেছিল অস্ট্রেলিয়ায়। খেলা হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই মেলবোর্নের ক্রিকেট ক্লাবটি খুবই বিখ্যাত।
ম্যাচটি শুরু হয় ১৫ মার্চ। খেলা শেষ হতে লাগে পাঁচদিন। তখন কিন্তু টেস্ট ম্যাচের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। খেলা শেষ হতে যত দিন লাগত, খেলাও চলত ততদিন। সেই টেস্ট ম্যাচটির আরো একটা মজা ছিল। তখন ওভার ছয় বলে নয় চার বলে হতো!
টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তারপর প্রথম টেস্ট ম্যাচের প্রথম বলটি করেন ইংল্যান্ডের পেসার আলফ্রেড শ। আর সেই বলটি মোকাবিলা করেন অজি ওপেনার চার্লস ব্যানারম্যান। এই চার্লস ব্যানারম্যান-ই টেস্টের প্রথম সেঞ্চুরিটি করেন; প্রথম ইনিংসেই তিনি করেন ১৬৫ রান। তারপরও অস্ট্রেলিয়া ২৪৫ রানেই গুটিয়ে যায়।
ইংল্যান্ডও তেমন একটা সুবিধা করতে পারেনি। ওরা গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানেই। আর এই ইনিংসেই অজি পেসার বিলি মিডউইন্টার ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন।
পরের ইনিংসে অস্ট্রেলিয়ার অবস্থা হয় আরো শোচনীয়। এবার আলফ্রেড শ পাঁচ উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্রই ১০৪ রানে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় মোটে ১৫৪ রান।
এতক্ষণ শুধু পেসারদের গল্প শুনে শুনে মনে হতে পারে, সেই টেস্টে বুঝি কোনো স্পিনারই ছিল না। ছিল, আর অস্ট্রেলিয়া দলের সেই স্পিনারই শেষ খেলা দেখান। নাম তার টম কেন্ডাল। শেষ ইনিংসে তিনি একাই ইংল্যান্ডের সাত-সাতজন ব্যাটসম্যানকে আউট করে দেন। ইংল্যান্ডও অলআউট হয়ে যায় মাত্র ১০৮ রানে। ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নেয় ৪৫ রানে।
আবার সীমিত ওভারের বা একদিনের ক্রিকেট ম্যাচের ইতিহাস একটু অবাক-করা। প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ হয়েছিল প্রথম টেস্ট ম্যাচেরও আগে, ১৮৪৪ সালে। যেই দুটো দেশের মধ্যে ওই ম্যাচটা হয়েছিল, ওই দেশ দুটোতে আবার ক্রিকেট খেলার তেমন চলই ছিল না। তখন মাত্রই ওরা নতুন করে ক্রিকেট খেলা শুরু করেছে। এমনকি এখনো ওরা ক্রিকেট তেমন একটা খেলে না। দেশ দুটো হচ্ছে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের সেইন্ট জর্জেস ক্রিকেট ক্লাব মাঠে হয়েছিল খেলাটি। ম্যাচটা ২৩ রানে জেতে কানাডা।
তবে সেটাকে তো আর হিসেবের মধ্যে ধরা যায় না। কারণ, সেই খেলার আগে-পরে আর কোনো একদিনের ক্রিকেট ম্যাচ হয়নি। সেই হিসেব করলে, প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে। সে-ও এক মজার ঘটনা। তখন অস্ট্র্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে। ওই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই হওয়ার কথা সিরিজের তৃতীয় টেস্ট। তত দিনে টেস্ট ম্যাচ পাঁচদিনের সময়সীমাতে বাঁধা হয়ে গেছে। কিন্তু প্রথম তিনদিনই ভেসে গেল বৃষ্টিতে। এখন কী করা যায়? দর্শকদের কথাও তো চিন্তা করা দরকার। ওরা কি বৃষ্টিতে ভেসে যাওয়া ড্র ম্যাচ দেখার জন্য টাকা দিয়ে টিকিট কাটবে!
তখন আয়োজকরা এক বুদ্ধি বের করলেন। প্রতি ওভার ৮ বল হিসেবে ৪০ ওভারের এক ম্যাচ খেলল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। আর সেই ম্যাচ দেখে সবাই এতই মজা পেয়ে গেল, রীতিমতো একদিনের ক্রিকেটের চল শুরু হয়ে গেল। আর চার বছর পর, ১৯৭৫ সালে তো প্রথম একদিনের ক্রিকেটের বিশ্বকাপ-ই আয়োজন করা হলো।
ভালো কথা, প্রথম টেস্টের মতো, প্রথম সেই একদিনের ম্যাচটাও জিতেছিল অস্ট্রেলিয়া, পাঁচ উইকেটে।
আর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটা হয়েছিল ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি। এই ম্যাচটিও জিতে নেয় অস্ট্রেলিয়া।