জঙ্গিবাদের বিরুদ্ধে পটুয়াখালীতে আইনজীবীদের মানববন্ধন
‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নেতারা। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতি খন্দকার আবদুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী কৌঁসুলি (পিপি) গোলাম অহিদ চৌধুরী, সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (জিপি) মো. আলতাফ হোসেন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।